কলকাতা :
কোনও অবস্থাতেই রাজ্যে সাম্প্রদায়িক সন্ত্রাস ও অশান্তি হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রথম অধিবেশনে শনিবার দৃঢ়তার সঙ্গে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যেকে পর্যাপ্ত ভ্যাকসিন, অক্সিজেন না দেওয়ার অভিযোগও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “বাংলা কী করেছে? কেনও রাজ্যকে ভ্যাকসিন, অক্সিজেন দেওয়া হচ্ছে না? হেরে গেছেন হার মেনে নিন। সন্ত্রাস করবেন না। রাজ্যের যেখানে যেখানে সন্ত্রাস করছেন বন্ধ করুন। ফেক ভিডিও পোস্ট করা বন্ধ করুন। রাজ্যে সন্ত্রাস ও সাম্প্রদায়িক উস্কানিও যারা করছেন তাদের এসব বন্ধ করতে বলছি। এর পরেও যারা এসব করবে তাদের বিরুদ্ধে আইন আইনের পথে ব্যবস্থা নেবে। এখন রাজ্যে করোনা চলছে। মিটিং, মিছিল বন্ধ। রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান করা বন্ধ রেখেছি।৫০ জনের জমায়েত নিয়ে সেটা হবে। রেড রোডে ঈদের নামাজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু কেউ এর মধ্যেও কোনও নিয়ম না মেনে মিছিল করছে। আমি পুলিশকে বলছি যারা মিছিল করছে তাদের বিরুদ্ধে মহামারী আইনে কঠোর আইনি ব্যবস্থা নিন।”
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় তাঁর বক্তব্যে বুঝিয়ে দেন তিনি রাজ্যে কোনও রকমের অশুভ কাজ বরদাস্ত তিনি করবেন মনে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, “আমরা রাজ্যকে করোনা মুক্ত করতে পারব।” তবে করোনা ভ্যাকসিন ও অক্সিজেনের ঘাটতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন এদিন বিধানসভায়। মুখ্যমন্ত্রী বলেন, “করোনা ভ্যাকসিন আমি বিনা পয়সায় রাজ্যের মানুষদের দেব বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলাম। সেই চিঠির উত্তর পাইনি। অক্সিজেন চাহিদার তুলনায় কম রয়েছে রাজ্যে। বারবার বলার পর কেন্দ্র সেটা দিচ্ছে না। ভ্যাকসিন , অক্সিজেন কেন্দ্রের হাতে। রাজ্য চাইলেই সেটা নিতে পারে না। কেন্দ্রের এখানে ভূমিকা আছে। আমাদের রাজ্য থেকে ভিনরাজ্যে অক্সিজেন নিয়ে যাচ্ছে। অথচ আমরা অক্সিজেন, ভ্যাকসিন পাচ্ছি না। কী দোষ করেছে বাংলা? কেন এরকম করা হচ্ছে?”