Home » স্বাভাবিক সময়েই দেশে বর্ষা, বঙ্গে আসবে কবে

স্বাভাবিক সময়েই দেশে বর্ষা, বঙ্গে আসবে কবে

নয়াদিল্লি :

সবে বৈশাখ চলছে। এখনই হাওয়া অফিস জানিয়ে দিল দেশে কবে আসছে বর্ষা। লং রেঞ্জ ফোরকাস্ট বলছে যথা সময়েই দেশে আসবে বর্ষা। বিগত কয়েক বছরে বর্ষা কেরলে আসতো দুই একদিন দেরি করেছে। এবার আর তা হবে না। একদম দেরি করবে না বর্ষা। স্বাভাবিক সময়েই তা দেশে প্রবেশ করবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময় পয়লা জুন। তারপর দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। বিগত দুই বছর এমনটা দেখা যায়নি। এবার তা ফিরবে স্বাভাবিক সময়ে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ১ জুন কেরলে বর্ষা ঢুকবে। তারপর আট জুন তা পশ্চিমবঙ্গে প্রবেশ করার কথা। তার দুই এক দিন পরেও হতে পারে। খুব বেশি ১৫ জুনের মধ্যে তা বাংলায় চলে আসবে। তবে এবারে যা গতিবিধি তা আট জুনেই ঢুকে পড়তে পারে বাংলায়।

বর্ষার মূল সময় জুন থেকে সেপ্টেম্বর। দেশে বার্ষিক বৃষ্টির ৯৮ শতাংশ হবে ওই সময়ে। এই মরশুমে কেমন বর্ষা হবে তা আগে একবার জানিয়েছিল হাওয়া অফিস। সময় অন্তর সেই পূর্বাভাস আবারও দেওয়া হয়। নয়া পূর্বাভাসেও বিশেষ কিছু পরিবর্তন হয়নি। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের বা IMD জানাচ্ছে এই মরসুমে বর্ষার পরিমান স্বাভাবিকই থাকবে। সেই অনুযায়ী, টানা তিন বছর দেশে স্বাভাবিক হতে চলেছে বর্ষা।

এদিকে, বর্তমানে রাজ্যে বৃষ্টির আবহ চলছে। তার মধ্যে শুক্রবার বৃষ্টি হয়নি। ফলে বেড়েছে কলকাতার সকালের তাপমাত্রা। স্বাভাবিকের উপরে সর্বোচ্চ তাপমাত্রাও।

শনিবার তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা।স্বাভাবিক। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ সর্বনিম্ন ৩৭ শতাংশ। বৃষ্টি হয়নি।।

গত পাঁচ দিন বৃষ্টির জেরে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম ছিল। তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৬ সর্বনিম্ন ৫৬ শতাংশ। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৫ সর্বনিম্ন ৫২ শতাংশ।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ সর্বনিম্ন ৬৭ শতাংশ। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২.৫ মিলিমিটার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *