Home » কলকাতার আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত

কলকাতার আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত

ক্রিকেটারদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএলের এবারের আসর। টুর্নামেন্টটি বন্ধ হলেও করোনা যেন পিছুই ছাড়ছে না কারোর। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফ করোনা আক্রান্ত হচ্ছেন। এবার সেই দলে যুক্ত হলেন কলকাতার হয়ে খেলতে আসা নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট।

করোনায় আক্রান্ত হওয়ায় এখনি দেশে ফেরা হচ্ছে না সেইফার্টের। শরীরে মৃদু উপসর্গ থাকায় চেন্নাইয়ের একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাকে। দেশে ফেরার জন্য দু’বার কোভিড পরীক্ষা করলে সেখানে রিপোর্ট পজিটিভ আসে তার। কিন্তু এর আগে ১০দিনে সাত বার পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসছিল।

কিউই ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চেন্নাইয়ে সেইফার্ট চিকিৎসা পাচ্ছে। সেখানে অস্ট্রেলিয়ার মাইকেল হাসিও চিকিৎসা নিচ্ছেন। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে। দুইটি করোনা টেস্টে নেগেটিভ এলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। টিম এবং অন্যান্য ক্রিকেটারের জন্য সম্ভাব্য সকল কিছুর ব্যবস্থা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক টিম পজিটিভ এসেছে। এ খবর পাওয়ার পর তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা সকল সহযোগিতার আশ্বাস দিয়েছি।উল্লেখ্য, কলকাতার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার করোনা শনাক্ত হওয়ার পরই আইপিএলে করোনার সংক্রমণ দেখা দেয়। এরপর থেকে একে একে বিভিন্ন দলের ক্রিকেটার, কোচিং স্টাফরা করোনা আক্রান্তের খবর আসতে থাকলে স্থগিত করা হয় এবারের আসর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *