Home » বিশ্বে এখন পর্যন্ত ৩২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ

বিশ্বে এখন পর্যন্ত ৩২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে।সারা বিশ্বে এখন পর্যন্ত ৩২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সর্বনাশা এই মহামারি। এছাড়া আক্রান্তের সংখ্যা ১৫ কোটি  ৬৪ লাখ ছাড়িয়ে গেছে।  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৯১২ জনে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৫ হাজার ৫২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১০ জন।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। এ পর্যন্ত দেশটিতে ৩ কোটি ২৬ লাখ ৫১ হাজার ২৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮৮৬ জনের। মৃত্যু বিবেচনায় আমেরিকার পর রয়েছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয় এবং মৃত্যু বিবেচনায় দ্বিতীয়। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১১৪ জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত বিশ্বের দ্বিতীয় জনবহুল এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনের।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *