Home » লন্ডনের লেবার পার্টি রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংস ওয়ার্ডের নির্বাচিত পুষ্পিতা গুপ্তাকে শুভেচ্ছা বার্তায়  রাধা কান্ত ঘোষ (Ghosh Malta)

লন্ডনের লেবার পার্টি রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংস ওয়ার্ডের নির্বাচিত পুষ্পিতা গুপ্তাকে শুভেচ্ছা বার্তায়  রাধা কান্ত ঘোষ (Ghosh Malta)

প্রতিবেদক: সুমন ঘোষ !

বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর,মানবতার পরম বন্ধু, বিশিষ্ট মানবাধিকার কর্মী,বৃহত্তর সিলেট বিভাগের অগ্নিকন্যা, (উল্লেখ Pushpita Gupta জন্মস্থান মৌলভীবাজার জেলার রাজ নগর উপজেলার করিমপুর চা বাগানে)৷ আজ ব্রিটিশ বাংলাদেশী হিসাবে লেবার পার্টি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংস ওয়ার্ডের পুন: নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন !
দেশবিদেশের সকল শুভাকাঙ্খী কাছে উনার সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যত্ব কামনা করি।

প্রাণঢালা শুভেচ্ছা : মাল্টা ঘোষ পরিবার !

 

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *