Home » শিশুদের নিয়ে কেনাকাটা, ১২ বাবা-মাকে জরিমানা

শিশুদের নিয়ে কেনাকাটা, ১২ বাবা-মাকে জরিমানা

করোনা মহামারীর মধ্যে গাজীপুরের কাপাসিয়া বাজারে শিশুদের সঙ্গে নিয়ে ঈদ কেনাকাটা করতে গিয়ে জরিমানা গুনেছেন ১২ জন বাবা-মা।

বুধবার (৫ মে) বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা ভ্রামম্যাণ আদালত চালিয়ে তাদের বিরুদ্ধে ১২টি মামলা ও জরিমানা করেছেন।

ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, বুধবার বিকেলে কাপাসিয়া বাজারে গিয়ে দেখা যায় করোনা মহামারীকালে অনেক বাবা-মা তাদের দুধের বাচ্চা ছাড়াও কম বয়সী শিশুদের নিয়ে ঈদের কেনা-কাটা করতে এসেছেন।

এসময় শিশুদের মাস্কও ব্যবহার করানো হয়নি। পরে তাদের ১২ জনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১২ জনের বিরুদ্ধে ১২টি মামলা ও ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, ‘যেখানে সরকার করোনা মহামারীকালে সংক্রমণরোধে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে শিশুদের নিয়ে বাজারে যাচ্ছেন অভিভাবকরা। তাদের সতর্ক করতেই এ জরিমানা করা হয়েছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *