করোনা গ্রাসে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে ২০২১ আইপিএল৷ ফলে ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেটারদের এবারের লক্ষ্য হল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল৷ জুনে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷
১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়ার কথা প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল৷ গত দু’ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালে আমনেসামনে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড৷ ফাইনালের জন্য বুধবারই ২০ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড৷ দলে জায়গা পেয়েছেন কিউয়িল অল-রাউন্ডার কলিন ডে গ্র্যান্ডহোম৷
কিউয়ি অল-রাউন্ডারের মতে, ভারতের বিরুদ্ধে লড়াই কঠিন চ্যালেঞ্জ৷ তাঁর মতে ভারতীয় দলে এত ভালো ক্রিকেটার রয়েছে যে, প্রথম একাদশ বাছা কোহলিদের জন্য কঠিন কাজ৷ গ্র্যান্ডহোম বলেন, ‘ভারতে সব বিভাগেই প্রচুর প্লেয়ার রয়েছে৷ বর্তমানে ভারতীয় দলে দারুণ সিম বোলার রয়েছে৷ দুর্দান্ত স্পিনার রয়েছে৷ সুতরাং প্রথম একাদশ বাছা কোহলিদের জন্য সহজ হবে না৷’
চলতি বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত৷ চার টেস্টের সিরিজ ২-১ জিতেছে টিম ইন্ডিয়া৷ প্রথম টেস্টের পর প্রথম সন্তানের জন্মের জন্য দেশে ফিরে ছিলেন কোহলি৷ ছিলেন না একাধিক সিনিয়র ক্রিকেটার৷ চোটের কারণে সিরিজের মাঝেই দেশে ফিরতে হয়েছিল মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং লোকেশ রাহুল৷ একদল তরুণকে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে৷ যার মধ্যে একটি ড্র এবং দু’টি টেস জিতে সিরিজ পকেটে পুরে ভারত৷
রাহানের নেতৃত্বে অজিদের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন একদল ভারতীয় তরুণ৷ গাব্বায় ভারতের প্রথমবার টেস্ট জয়ের পিছনে বড় অবদান ছিল অনভিজ্ঞ ভারতীয় পেস আক্রমণের৷ ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিয়েছিলেন এর আগদে মাত্র দু’টি টেস্ট খেলা মহম্মদ সিরাজ৷ এছাড়া ছিলেন নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং অভিষেকারী টি নটরাজন৷ ব্যাটিং ভারতীয় দলের হাল ধরেছিলেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত, শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দররা৷ তারপর ঘরের মাঠেও ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে জেতে ভারত৷
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কিউয়ি দল: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্রা, ডেভন কনওয়ে, জেকব ডাফি, টম ব্লুনডেল, রস টেলর, বিজে ওয়াটলিং, টম লাথাম, ডার্লি মিচেল, হেনরি নিকোলস, কলিন ডে গ্র্যান্ডহোম, নেল ওয়াঙনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, ডগ ব্রেসওয়েল, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ইয়ং৷
নির্বাহী সম্পাদক