Home » সিলেটে মাত্র ৭ দিনে মারা গেছেন ২৪ জন

সিলেটে মাত্র ৭ দিনে মারা গেছেন ২৪ জন

প্রতিদিনই ঘটছে একাধিক প্রাণহানি। এর আগে গত বছরের জুলাইয়ে সিলেটে এক মাসে সর্বোচ্চ ৪৭ জনের মৃত্যু হয়েছিল।

সিলেটে করোনায় এক মাসে (এপ্রিল) সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাত্র ৭ দিনে (গত এক সপ্তাহে) মারা গেছেন ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ৩৫০ জন। এর মধ্যে শুধু সিলেট জেলায় ২৭৭ জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ২৮ জন।

গত বছরের জুনে ৪৫, জুলাইয়ে ৪৭ জন মারা যান। এরপর মৃতের সংখ্যা কমতে থাকে। আগস্টে ২৭, সেপ্টেম্বরে ২২, অক্টোবরে ১১, নভেম্বরে ১২ ও ডিসেম্বরে ১৮ জন মারা যান। চলতি বছরের জানুয়ারিতে এ সংখ্যা আরও কমে। জানুয়ারিতে ১২, ফেব্রুয়ারিতে ৩ ও মার্চে মৃতের সংখ্যা ছিল ৫।

গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনায় সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া যায়। এর ১০ দিন পর আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বছরের এপ্রিল ও মে- এই দুই মাসে জেলায় মারা যান ১৩ জন। এরপর থেকে মৃতের সংখ্যা বাড়তে থাকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *