বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৪ সদস্য বিশিষ্ট নতুন এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং-২৬ এর ৯ (বি) (১) এর প্রদত্ত ক্ষমতাবলে নতুন এডহক কমিটির প্রজ্ঞাপন জারী করা হয়।
কমিটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক সচিব মো. নূর-উর-রহমানসহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল নবনির্বাচিত সবাইকে অভিনন্দন জানান।
এদিকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. আব্দুল জলিল জব্বার এডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট নার্সিং ইন্সটিটিউট, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন জানানো হয়।