Home » কুম্ভ মেলার চূড়ান্ত শাহী স্নানের পর কার্ফু জারি হরিদ্বারে

কুম্ভ মেলার চূড়ান্ত শাহী স্নানের পর কার্ফু জারি হরিদ্বারে

দেরাদুন:

কুম্ভ মেলার শেষ শাহী স্নান উপলক্ষে জারি হল কার্ফু। বুধবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে কার্ফু জারির নির্দেশ দেওয়া হয়েছে। কুম্ভের শেষদিনের শাহী স্নানের একদিন পর জারি হল এই নির্দেশ। শাহী স্নানের সময় হাজার হাজার ভক্ত কোভিড প্রোটোকল ভেঙেছেন। ভারতে যখন করোনার প্রভাবে দৈনিক ৩ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, তখনও এমন কাণ্ড চলছে উত্তর প্রদেশে। তাই শাহী স্নানের পরই জারি করা হয়েছে কার্ফু।

এই কার্ফু চলাকালীন শুধু জরুরি পরিষেবা মিলবে। হরিদ্বার, রুরকে, লাকসার ও ভগবানপুরে জারি হবে এই কার্ফু। হরিদ্বার জেলা প্রশাসনের তরফে এই খবর জানানো হয়েছে। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছিলেন এবারের বাকি কুম্ভ মেলা করা হোক প্রতীকী। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আবেদন করেছিলেন তিনি। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “এবার যেন করোনা মহামারীর কথা মাথায় রেখেই প্রতীকী ভাবে কুম্ভমেলা পালন করা হোক।” শুধু তিনিই নন। মোদীর আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই জুনা আখাড়ার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, করোনা পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে কুম্ভ মেলায় আর তারা অংশ নেবে না। জুনা আখাড়ার মহামন্দালেশ্বর স্বামী অবদেশানন্দ গিরি টুইটারে জানিয়েছেন, মানুষের সুস্থ থাকা তাঁদের কাছে অগ্রাধিকার পায়। করোনা সংক্রমণের সংখ্যা যেভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তার দিকে তাকিয়েই জুনা আখাড়া সিদ্ধান্ত নিয়েছে তারা আর কুম্ভ মেলায় অংশ নেবে না। সূত্রের খবর, মেলা যোগ দেওয়া অন্যান্য আখাড়াও মেলা থেকে ফিরে যাওয়ার কথা ভাবছে।

এর পর মনে করা হয়েছিল কার্যত বন্ধ হয়ে যাবে কুম্ভ মেলা। কিন্তু শেষদিনের শাহী স্নান সমস্ত হিসাব গোলমাল করে দিল। গঙ্গায় এদিন বহু মানুষ শাহী স্নানে অংশ নেন। তাদের ছিল না কোনও মাস্ক। সামাজিক দূরত্বও মানেনি কেউ। মোট কথা কোভিড প্রোটোকল না মেনেই আয়োজিত হয় শেষ শাহী স্নান। করোনা নীতি না মানার জন্য কুম্ভ মেলায় দ্রুত হারে ছড়িয়ে পড়েছে করোনা। ফলে একাধিক রাজ্য কড়া পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে যে, হরিদ্বার থেকে ফিরলে ভক্তদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে অথবা অন্য কোথাও আলাদা ভাবে থাকার ব্যবস্থা করতে হবে। দিল্লিতেও জারি হয়েছে এই নিয়ম। ওড়িশা সরকারের তরফেও একইভাবে কুম্ভমেলা থেকে নিজ রাজ্যে আগত ভক্তদের আরটি-পিসিআর টেস্ট এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও প্রশাসনের তরফে উত্তরাখণ্ড ফেরত যাত্রীদের স্বাস্থ্যের খোঁজ এবং সকলে করোনা বিধি মানছেন কিনা সেই বিষয়েও বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *