সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় ৪২০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ০১জন আটক করা হয়। ২৬/০৪/২০২১ খ্রিঃ তারিখ র্যাব-৯ সিলেট এর এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০৪/২০২১ খ্রিঃ ০৪.৫০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ সেনপাড়াস্থ বাসা নং-৪৪/২, মফিজুর রহমান ভিলা, ২য় তলায় মোঃ ছানা মিয়া(৫৩) এর বসতঘরে উপস্থিত হলে ০১ জন ব্যক্তি র্যাবকে দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে সন্দেহজনক মনে হওয়ায় এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ধৃত করলে সে তার নাম মোঃ ছানা মিয়া (৫৩), পিতা- মৃত আখদ্দছ আলী, স্থায়ী : গ্রাম- বালিঙ্গা, থানা- বিয়ানীবাজার, সিলেট, র্বতমান : গ্রাম- সেনপাড়া (বাসা নং-৪৪/২, মফিজুর রহমান ভিলা) , থানা- শাহপরান (রঃ), সিলেট বলে প্রকাশ করে। পরবর্তীতে তার দেহ ও বসতঘর তল্লাশী করে তার দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া মতে ৪২০(চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, র্সবমোট ইয়াবা ট্যাবলেট এর ওজন অনুমান ৪২ (বিয়াল্লিশ) গ্রাম, র্সবমোট ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা, (খ) মাদক বিক্রয় লব্দ নগদ ৩৭,৪৭০/- (সাইত্রিশ হাজার চারশত সত্তর) টাকা ও (গ)০১ (এক) টি অনুমান ২৭ ইঞ্চি লম্বা দেশীয় লোহার ডেগার উদ্ধার র্পূবক জব্দ করে শাহপরাণ (রহঃ) থানায় সোর্পদ করলে রর্ণিত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং- ২৩, তারিখ-২৬/০৪/২০২১ খ্রিঃ, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং শাহপরাণ (রহঃ) থানার মামলা নং- ২৪, তারিখ-২৬/০৪/২০২১ খ্রিঃ, ধারা-১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন রুজু করা হয়।