Home » সাত সকালে অস্বস্তিকর গরমের পূর্বাভাস হাওয়া অফিসের

সাত সকালে অস্বস্তিকর গরমের পূর্বাভাস হাওয়া অফিসের

সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হয়নি। বেলার অস্বস্তিকর গরমেও কোনও পরিবর্তন হবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দিন চারেক পারদ শুধুই উর্ধমুখী। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার এর অন্যথা হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘন্টায় ছিল ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল। অল্প কমলেও স্বাভাবিকের থেকে একই পরিমানে বেশি রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ সর্বনিম্ন ২৭ শতাংশ। বষ্টির তেমন পূর্বাভাস নেই। প্রায় গতকালের মতোই রয়েছে মঙ্গলবারের আবহাওয়া। তাই দিনভর অস্বস্তিকর গরম যে স্বাভাবিক তা স্পষ্ট।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ সর্বনিম্ন ৩৩ শতাংশ।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ২৪ শতাংশ।  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  শুক্রবার আকাশ মেঘলা ছিল। ওইদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ।
বৃহস্পতিবারও সারাদিন মেঘলা ছিল আকাশ। তার সঙ্গে দিয়েছিল ঠান্ডা হাওয়া। যদিও সন্ধ্যার পর থেকে হাওয়া সম্পূর্ণ বন্ধ হয়। হাওয়া অফিসের রেকর্ড জানিয়েছিল ওইদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৫৩ শতাংশ, সর্বোচ্চ ৮৬ শতাংশ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল।  বুধবার দিনভর বিশ্রি গরমের পর প্রায় রাতভর মাঝারি মানের বৃষ্টি হয়। শহরে বৃষ্টি হয় ১১.৮ মিলিমিটার।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪৭ শতাংশ, সর্বোচ্চ ৯৩ শতাংশ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ২০ শতাংশ, সর্বোচ্চ ৯৪ শতাংশ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৫১ শতাংশ, সর্বোচ্চ ৮৫ শতাংশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *