Home » মন খারাপ ঋতুপর্ণার, লিখলেন, ‘জীবন অনিশ্চিত’, কেন?

মন খারাপ ঋতুপর্ণার, লিখলেন, ‘জীবন অনিশ্চিত’, কেন?

গত মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সর্বক্ষণ ব্যস্ত থাকা অভিনেত্রীকে দিন কাটাতে হয়েছিল চার দেওয়ালের ঘেরাটোপে। এখন সুস্থ তিনি। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ভয়াবহ। এই কঠিন সময়ে তাই নেটমাধ্যমে ভালবাসার বার্তা দিলেন ঋতুপর্ণা।

কোনও এক নদীর তীরে দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। খোলা চুল হাওয়ায় উড়ে এসে স্পর্শ করছে তাঁর বিষণ্ণ মুখ। কপালে বড় লাল টিপ। পরনে লাল পেড়ে সাদা শাড়ি। বিবরণীতে অভিনেত্রী লিখেছেন, ‘জীবন কত অনিশ্চিত। প্রত্যেক দিনের লড়াই। জীবন সমুদ্রের মতো বিশাল। কত ঢেউ পার করতে হয়। কত বাঁধার সম্মুখীন হয়। কিন্তু আমাদের আশা হারালে চলবে না। আমাদের ভালবাসতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। যাঁরা কষ্ট পাচ্ছেন তাঁদের জন্য প্রার্থনা এবং আরোগ্য কামনা করছি। ঈশ্বর এই পৃথিবীকে রক্ষা করুন’।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৮৮ জন। করোনার কবলে টলিউডও। এই ভাইরাস বাসা বাঁধছে একাধিক তারকার শরীরে। গত বৃহস্পতিবার কৌশিক সেন, রেশমি সেন এবং ইন্দ্রাণী দত্তের আক্রান্ত হওয়ার কথা সামনে এসেছে। গত বছরের মতোই অতিমারির কালো মেঘ ফের ঘিরে ফেলেছে বিনোদন জগতের আকাশ। তবে ঋতুপর্ণা হেরে যেতে রাজি নন। তাই মনে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিলেন নতুন করে।


সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বাঁসুরি’। বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে অভিনিয় করেছেন ঋতুপর্ণা। শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘অন্তর্দৃষ্টি’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *