Home » বাংলার নতুন বছরে রাশি অনুযায়ী এই সব রত্ন ধারণ করলে ভাগ্যে উন্নতি আসবেই

বাংলার নতুন বছরে রাশি অনুযায়ী এই সব রত্ন ধারণ করলে ভাগ্যে উন্নতি আসবেই

পুরনো বছরকে পিছনে ফেলে নতুন অনেক আশা নিয়ে নতুন বছর শুরু হোক সকলের। গ্রহের কারণে আমাদের জীবনে ছোটখাটো সমস্যা তো রয়েই যায়। আমরা অনেকেই রত্ন ধারণ করে গ্রহের প্রকোপ থেকে কিছুটা রক্ষা পেতে চাই। সঠিক নিয়ম অনুসারে এবং গ্রহ অনুযায়ী সঠিক রত্ন ধারণের মাধ্যমে অনেক সময় ভাগ্যকেও জয় করা সম্ভব হয়। এই নতুন বছরে দেখে নিন কোন রাশির জন্য কোন রত্ন উপযুক্ত হবে।

মেষ: মেষ রাশির জন্য উপযুক্ত এবং শুভ রত্ন হল জারকন বা হিরে।

বৃষ: বৃষ রাশির জন্য এই নতুন বছরে পান্না অত্যন্ত শুভ রত্ন।

মিথুন: মিথুন রাশির জাতকের জন্য শুভ রত্ন হল মুক্তো।

কর্কট: কর্কট রাশির ক্ষেত্রে এই নতুন বছরের শুভ রত্ন হল চুনী।

সিংহ: সিংহ রাশির জাতকরা এই নববর্ষে যদি গোমেদ ধারণ করতে পারেন তা হলে অত্যন্ত শুভ ফল পাবেন।

কন্যা: কন্যা রাশির ক্ষেত্রে নতুন বছরের শুভ রত্ন মুক্তো।

তুলা: তুলা রাশির জাতকরা যদি ওপ্যাল ধারণ করতে পারেন তা হলে খুবই উপকৃত হবেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির ক্ষেত্রে পোখরাজ অত্যন্ত শুভ ফল প্রদানকারী হবে।

ধনু: ধনু রাশির জাতকরা ফিরোজা ধারণ করতে পারেন।

মকর: মকর রাশির জাতকরা তামড়ি ধারণের মাধ্যমে উপকৃত হতে পারেন।

কুম্ভ: এই রাশির জাতকরাও ফিরোজা ধারণ করলে খুবই উপকার পাবে।

মীন: বাংলার নতুন বছরে মীন রাশির জাতকরা পদ্ম নীলা ধারণ করতে পারেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *