রাজ্যে আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় আজ রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ভোট গ্রহণ। মোতায়েন ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। কোভিড বিধি মেনে বুথে বুথে ভোটগ্রহণ। আজ উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।
সকাল ১০:
সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ১৭.১৯ শতাংশ ভোট পড়েছে। উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ, নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও পূর্ব বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত ১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।
সকাল ৯.৫৪:
চোপড়ার খুনিয়া এলাকায় গত রাতে গুলি চালানোর অভিযোগ। বাইকে করে এসে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক ভোটারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। আতঙ্কে এলাকার ভোটাররা। চোপড়ায় গুলি চলার দাবি ওড়াল নির্বাচন কমিশন।
সকাল ৯.৫০: খড়দহের বন্দিপুরে গ্রেফতার তৃণমূল নেতা৷ ভোটার, বুথ এজেন্টদের হুমকির অভিযোগে গ্রেফতার৷
সকাল ৯.৪৪: নদিয়ার চাপড়ার এলেমনগরে বুথ চত্বর থেকে গ্রেফতার সন্দেহভাজন। অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার৷ সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় কেন্দ্রীয় বাহিনী৷
সকাল ৯.৪২: পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, গলসি, আউসগ্রাম বিধানসভার বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। বিজেপি ও সংযুক্ত মোর্চার সিপিআইএমের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে আও বেশি তপর হওয়ার দাবি৷ বিরোধীদের অভিযোগ উড়িয়েছে শাসকদল।
সকাল ৯.৪০: আমডাঙায় আইএসএফ কর্মীদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসেন আইএসএফ প্রার্থী।
সকাল ৯.৩৯:
উত্তপ্ত হয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। ৩২টি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷
সকাল ৯.২৩: পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ‘৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব।’, পুলিশকে শাসানি তৃণমূল নেতা অরূপ মিদ্যার৷
সকাল ৯.১৮: বারাকপুরের লালকুঠিতে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান।
সকাল ৯.১৫: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা। বুথের বাইরে বোমাবাজি দুষ্কৃতীদের। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।
সকাল ৯.১০:
খড়দহের কল্যাণনগরে বিজেপি এজেন্টকে ‘মারধর’, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
সকাল ৮.৪৫: আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসকদল।
সকাল ৮.৩০:
গলসির মনোহর সুজাপুর গ্রামে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ। ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে যাওয়ার পথে বাধার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
সকাল ৮.১২: হাবড়ার কইপুকুর এলাকায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অন্যত্র খুন করে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে কিনা তদন্তে পুলিশ। ঘটনার রিপোর্ট তলব কমিশনের।
সকাল ৮.১০: উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি চলার অভিযোগ। চোপড়ার খুনিয়ায় গত রাতে একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের।
সকাল ৮.০১: ভোটের আগে গত রাত থেকে উত্তপ্ত পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বোমা ফেটে জখম দুই তৃণমূল কর্মী। আহতরা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। কাটোয়া থেকে লড়ছেন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
সকাল ৮: চাপড়ার বড় আন্দুলিয়ায় বুথের বাইরে বেআইনি জমায়েত। লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে জমায়েত সরাল পুলিশ।
সকাল ৭.৫৪: ভাটপাড়ায় ছেলে পবন সিংহকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কাঁচরাপাড়ায় বাড়ির কাছে বুথে ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। বারাকপুরে বুথে-বুথে ঘুরে ভোট পরিদর্শনে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।
সকাল ৭.৫১:
বনগাঁ উত্তরে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ক্যাম্প অপিস তৈরির সময় লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বনগাঁ পুর এলাকার ১০৭ নম্বর বুথ চত্বরের ঘটনা। আধাসেনার জওয়ানদের মারে দলের এক কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি শাসকদলের। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকেও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ।
সকাল ৭.৪৫: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ৯১ নং বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসকদল।
সকাল ৭.৩৯: কেতুগ্রামে সিপিএম এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরে বাম প্রার্থীর হস্তক্ষেপে বুথে বসেন এজেন্ট।
সকাল ৭.৩১: ভোট শুরু হতেই উত্তেজনা কাঁচরাপাড়ায়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় বেধড়ক মারধরে মাথা ফাটল তৃণমূল নেতার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের।
সকাল ৭.২৫: দমদম উত্তরের পদ্মপুকুর এলাকায় বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
সকাল ৭.১৬:
উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপি নেতাকে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৭.০৮: আমডাঙার রাহানা এলাকায় গত রাতে ব্যাপক বোমাবাজি। পরপর ১০-১২টি বোমা ফাটায় দুষ্কৃতীরা। সকালেও এলাকায় বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের মনোবল ফেরাতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এলাকায় মোতায়েন পুলিশ।
সকাল ৭.০৫:
ইটাহারের চূড়ামণি হাইস্কুলে ১৫৪ নং বুথের বাইরে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের।
সকাল ৬.৫৭: খড়দহের রুইয়া এলাকায় বিজেপি এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
সকাল ৬.৫০: ভাটপাড়ায় সকাল-সকাল মন্দিরে পুজো দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷
সকাল ৬.৪১: নবদ্বীপের রানির চড়ায় ৮ নং ওয়ার্ডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। আহত দু’পক্ষের বেশ কয়েকজন।
সকাল ৬.৩৮: দমদম উত্তরে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ৭৬ ও ৭৭ নং বুথে এজেন্টকে ঢুকতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারের। পরে এজেন্টদের নিয়ে গিয়ে বুথে বসিয়েছেন বিজেপি প্রার্থী।
সকাল ৬.৩৪: নবদ্বীপে বিজেপির কার্যালয় ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির অভিযোগ অস্বীকার শাসকদলের।
সকাল ৬.২৪: সকাল-সকাল নৈহাটির বুথে ভোটারদের লম্বা লাইন।
সকাল ৬.২২: ভোট শুরুর আগে উত্তর ২৪ পরগনার আমডাঙায় অশান্তি। বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির তোলা অভিযোগ অস্বীকার শাসকদলের।
নির্বাহী সম্পাদক