নয়াদিল্লি:
গতকাল সোমবার ভারত সরকারের নয়া সিদ্ধান্তের ঘোষণা, ১ মে থেকে ১৮ বছরের উর্দ্ধে যে কেউ নিতে পারবে করোনার ভ্যাকসিন। এতদিন কেবল ৪৫ বছরের উর্দ্ধের ব্যক্তিরাই সক্ষম ছিল ভ্যাকসিন গ্রহনের জন্যে। সরকারের এই নতুন সিদ্ধান্তে বেজায় খুশি তরুণ সমাজ। সেই সঙ্গে বি টাউন সেলেবরা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কারিনা কাপুর, আলিয়া ভাট, রীতেশ দেশমুখ, রনভির শোর, স্বারা ভাস্কর প্রমুখ অভিনেতা থেকে শুরু করে গায়িকা সোমা মহাপাত্র, পরিচালক অনুভব সিনহা, প্রযোজক রনি স্কিওভাবা সকলেই সরকারের এই নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কারিনা কাপুর, আলিয়া ভাট তাদের ইনস্টাগ্রাম ষ্টোরিতে লিখেছেন, ‘লেটস ডু দিস ইন্ডিয়া’। গায়িকা সোমা মহাপাত্র টুইট করে লিখেছেন, ’১ মে থেকে ১৮ বছরের উর্দ্ধে সকলের ভ্যাকসিন গ্রহনের খবরটি এই মাত্র দেখলাম। ভীষণই ভালো একটা সংবাদ। এবার আমারা পারব একসঙ্গে এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে’। রীতেশ দেশমুখ টুইট করেছেন, ’১৮ বছরের উর্দ্ধে ভ্যাকসিন প্রদান সরকারের অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত।’
অনুভব সিনহা, স্বারা ভাস্কর যারা সাধারণত সরকারের ক্ষেত্রে কিছুটা সমালোচক ভূমিকা রাখেন তারাও ভারত সরকারের এরূপ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। স্বারা টুইট করে লিখেছেন, ‘অবশেষে এই সিদ্ধান্তের জন্যে ধন্যবাদ’
অন্যদিকে রনভির শোর সরকারের এই সিদ্ধান্তে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘আমাদের সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার দিকে অগ্রসর না হয়ে তার কাছে নত স্বীকার করছেন। যেটি ভবিষ্যতে এই ভাইরাস পুনরুদ্ধারের জন্যে মোটেই ভালো লক্ষণ নয়।’
প্রযোজক রনি স্কিওভাবা মাস্ক পড়ার দৃঢ় বার্তা প্রদান করে টুইটে লিখেছেন, ‘অসাধারন একটি সংবাদ সরকারের তরফ থেকে।’ তিনি তরুণ সমাজের উদ্দেশে আরও লিখেছেন, ‘তোমাদের মাথায় রাখা দরকার যে ভ্যাকসিন নেওয়ার ফলে আমরা কেউ সুপারম্যান বা আয়রনম্যান হয়ে যাব না। আমরা কেবল কিছুটা নিরাপদ হতে পারব। তাই আমাদের মাস্ক পড়া বন্ধ করলে চলবে না। সর্বদা মাস্ক পরতে হবে এবং সতর্ক থাকতে হবে’।
নির্বাহী সম্পাদক