হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে ১৮ এপ্রিল বিকেলে স্থানীয় ফতেহপুর বাজারে হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে উপজেলা ছাত্রলীগ নেতা সাফওয়ানের উপর মিছিলকারীরা হামলা চালায়। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পাল্টা মিছিল করেন। এ ঘটনায় পুলিশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কাজী শরিফ উদ্দিনকে গ্রেফতার করেছে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকেও আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশের উপস্থিতি দেখে হেফাজত নেতারা আত্মগোপনে চলে যান। পরে থানা পুলিশের অভিযানে খেলাফত নেতা কাজী শরিফ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এদিকে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখতে সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কোন নির্দোষ লোককে হয়রানি করা হবে না।
থানার অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মো. আব্দুল আহাদ, ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ এ সময় সংশ্লিষ্টরা তার সাথে উপস্থিত ছিলেন।
বার্তা বিভাগ প্রধান