সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে এক ব্যক্তি মারা গেছেন। আজ রবিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে ওই করোনা রোগী মারা যান। মারা যাওয়া ব্যক্তি ৫০ বছরের একজন পুরুষ। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় রবিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল থেকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে তিনি মারা যান।
এছাড়া রবিবার রাত ৮টা পর্যন্ত হাসপাতালে ৮১ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানান তিনি। তন্মধ্যে ৪৯ জন করোনা পজিটিভ ও ৩২ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
বার্তা বিভাগ প্রধান