Home » মুম্বইয়ের বিরুদ্ধে ঋদ্ধিমান-সহ চারজনকে বাদ দিল হায়দরাবাদ

মুম্বইয়ের বিরুদ্ধে ঋদ্ধিমান-সহ চারজনকে বাদ দিল হায়দরাবাদ

চেন্নাই:

প্রথম দু’টি ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই সানরাইজার্স হায়দরাবাদের সামনে মুম্বই ইন্ডিয়ান্স৷ এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স এদিন দলে চারটি পরিবর্তন করল৷ আগের ম্যাচের দল থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা, জেসন হোল্ডার, শাহবাজ নাদিম ও টি নটরাজন৷ মুম্বই দলে একটি পরিবর্তন৷

২০২১ আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ একমাত্র দল, যারা এখনও পর্যন্ত কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি৷ ২০১৪, ২০১৬ ও ২০২০ পর ২০২১ আইপিএলেও প্রথম দু’টি ম্যাচ হেরেছে ডেভিড ওয়ার্নারের দল৷ প্রথম দু’টি ম্যাচ হেরেও ২০১৬ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ৷ আর গত মরশুমে তিন নম্বরে শেষ করেছিল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি৷

চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক বাঁচাতে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে মরিয়া৷ প্রথম দু’টি ম্যাচে হারের ধাক্কায় এদিন দলে চার-চারটি পরিবর্তন করল সানরাইজার্স৷ ঋদ্ধিমান সাহা, জেসন হোল্ডার, টি নটরাজন ও শাহবাজ নাদিমকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিরাট সিং, অভিষেক শর্মা, মুজির-উর রহমান ও খলিল আহমেদ৷

রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে গত দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স৷ নাইটদের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ বের করে নিয়েছে রোহিতের দল৷ সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে চায় মুম্বই৷ এদিন দলে তারা একটি পরিবর্তন করেছেন মার্কো জানসেনকে বসিয়ে সুযোগ দিয়েছে অ্যাডাম মিলনেকে৷

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা৷ তিনি বলেন, ‘চিপকে পিচ রিড করা কঠিন৷ তবে দেখে মনে হচ্ছে ভালো পিচ৷ ম্যাচ শুরু হলে জানা যাবে৷ দলে আজ একটি পরিবর্তন হয়েছে৷ আমরা এখানে দু’টি ম্যাচ খেলেছি৷ পরিস্থিতির সঙ্গে কিছুটা হলেও মানিয়ে নিয়েছি৷ শেষ ম্যাচটা আমাদের দারুণ হয়েছে৷’

টস হেরে সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘জানি টস জিতলে প্রথমে ব্যাটিং নিতাম কি না, জানতাম না৷ এখানের চারটি পিচই অনেকটা এক৷ সুতরাং পিচের চরিত্র নিয়ে আমি নিশ্চিত নয়৷ দলে আজ চারটি পরিবর্তন হয়েছে৷’

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ৷

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, বিজয় শংকর, বিরাট সিং, রশিদ খান, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মুজিব উর রহমান ও খলিল আহমেদ৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *