সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার উপর দিয়ে শনিবার রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাত সোয়া ১২টার দিকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো নগরী। প্রায় আধঘন্টা ধরে চলে কালবৈশাখী ঝড়ের তান্ডব। ঝড় থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।