নিজস্ব প্রতিবেদকঃবিশেষজ্ঞদের মতামতকে সত্য প্রমাণ করে সিলেটে দিন দিন ভয়ঙ্কর আকার ধারন করছে কোভিড-১৯। গত (মার্চ) মাসের চেয়ে চলমান মাসে সিলেট বিভাগজুড়ে প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। এ মাসে সিলেটে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা গত মাসের চেয়ে বেড়েছে কয়েক গুণ বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত পুরো মাসে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৩ জন। আর চলতি মাসের মাত্র ১৩ দিনে মারা গেছেন ১৭ জন।
অপরদিকে, গত মাসে বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্ত হন ১ হাজার ২৩৯ জন। আর এ মাসের ১৩ দিনে পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন।
আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান সিলেটে মানুষের মাঝে নতুন করে তীব্র আতঙ্ক তৈরি করেছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। এর মধ্যে ২ জন সিলেট ও অপরজন মৌলভীবাজার জেলার।
এই তিনজনকে নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৩০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৩৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন