মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নির্দেশনায় মাস্ক বিতরণ করেছে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ২টায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম পুতুল এবং সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিলের নেতৃত্বে নগরীর রায়নগর এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলওয়ার হোসেন রাজা, ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন মেহবুব, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, সাধারণ এস ডি সুমেল, মানিক আহমেদ, রুমিন আহমদ,সাকি চৌধুরী, মারুফ আহমদ, ফারহান আহমদ মাসুম, আহমদ, দিলদার হোসেন রাফি প্রমুখ।