সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ৫ ক্রিকেটারসহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সােমবার (১২ এপ্রিল) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করােনা রিপোর্ট পজিটিভ আসে।
হাসপাতালটির ল্যাব সূত্র জানায়, সোমবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৪ জন করেনাভাইরাসে আক্রান্ত রােগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন রয়েছেন।
এছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার। তারা হচ্ছেন- লিয়া জনস, সিনালাে জাফটা, মাতসিপি মারসিয়া লেটসালাে, নবােলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।
অপরদিকে, সিলেট বক্ষব্যধি হাসপাতালে নমুনা পরীক্ষায় সিলেটের আরও ১৯ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
বার্তা বিভাগ প্রধান