Home » ‘কর্নন’ ধানুশের নতুন সিনেমা, তিন দিনে ২০ কোটি

‘কর্নন’ ধানুশের নতুন সিনেমা, তিন দিনে ২০ কোটি

অনলাইন ডেস্ক

: লেখক-পরিচালক মারি সেলভরাজের ‘কর্নন’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৯ এপ্রিল। সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন তামিল তারকা ধানুশ। এরই মধ্যে দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি।এবার সিনেমাটির ব্যবসা প্রসঙ্গে আসা যাক। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির প্রথম দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করে ১০.৪০ কোটি রুপি।

দ্বিতীয় দিন অবশ্য কমে আসে আয়, সংগ্রহ করে ৫.৫০ কোটি রুপি। মুক্তির তৃতীয় দিন এ সিনেমা সংগ্রহ করেছে পাঁচ কোটি রুপি। সেই হিসাবে তিন দিনে এ সিনেমার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২০.৯০ কোটি রুপি।

‘কর্নন’ সিনেমায় ধানুশ ছাড়াও অভিনয় করেছেন রাজিশা বিজয়ন, লাল পাল, যোগী বাবু, নটরাজন সুব্রামানিয়াম, গৌরী জি কিষান, লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি প্রমুখ।

পত্রপত্রিকার খবর, থিয়েটারের পর সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিও ও জি তামিলে মুক্তি পেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা জানা যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *