ডেস্ক নিউজ: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে কর্ণটকের কুর্সি থেকে পদত্যাগ করেছেন ইয়েদুরাপ্পা। কংগ্রেস-জেডিইউ জোট জয়ের পরই রাজ্যপাল নিয়ে মুখ খুলে বিতর্কে এবার কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। রাজ্যপাল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘বাজুভাই বালা আনুগত্যের একটা নতুন রুপরেখা তৈরি করেছেন, হয়তো প্রত্যেক ভারতীয়ই এবার থেকে তাদের কুকুরের নাম বাজুভাই বালার নামেই রাখবে কেননা তার থেকে বেশি আনুগত্যের প্রতীক আর কেউ হতে পারেন না’ বলে মন্তব্য করেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্বেও কর্ণাটকের সরকার গঠনের জন্য কংগ্রেস জেডিইউয়ের জোটকে না ডেকে বিজেপির নেতৃত্বকে সরকার গঠনের জন্য ডাক দেন রাজ্যপাল বাজুভাই বালা। যার জেরে স্বভাবতই ক্ষুব্ধ হন জোটসঙ্গী কংগ্রেস-জেডিইউ। তবে সুপ্রিম কোর্টের তত্বাবধানে আস্থা ভোটের সময় এগিয়ে এনে দিনের শেষে সমস্ত নাটকের অবসান ঘটিয়ে কর্ণাটকের কুর্সিতে দখল নেয় জোট সঙ্গী। তারপরই রাজ্যপাল প্রসঙ্গে এহেন অশালীন মন্তব্য করেন সঞ্জয় নিরুপম। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার এই মন্তব্য সাংবিধানিক পদকে অসম্মানিত করেছে। যদিও সঞ্জয়ের এই মন্তব্য থেকে নিজেদের দূরে রেখেছে কংগ্রেস। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন যে সমর্থনযোগ্য নয় তা জানানো হয়েছে তাদের মুখপাত্রের তরফে।
নির্বাহী সম্পাদক