সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার নূরজাহান হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে।করোনা মোকাবেলায় এ হাসপাতালে ২৩ বেডের করোনা ইউনিট ও ১১ বেডের স্পেশালাইজড আইসিইউ ইউনিট চালু করা হয়েছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নূরজাহান হাসপাতালের পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান জানান, সারাদেশের মতো সিলেটেও হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং ডেডিকেটেড হাসপাতাল গুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় তারা আবারো করোনা ইউনিট চালু করেছেন।
হাসপাতালে আলাদা ফ্লোরে করোনা ইউনিট চালু করার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে আলাদা লিফট এবং প্রবেশ পথ। এতে করে সাধারণ চিকিৎসা নিতে আসা রোগীরা ঝুঁকিমুক্ত থাকবেন বলে জানান তিনি।
প্রতিনিধি