Home » লকডাউনের ১ম দিনে এসএমপি’র কার্যক্রম

লকডাউনের ১ম দিনে এসএমপি’র কার্যক্রম

দেশব্যাপী লকডাউনের ১ম দিনে এসএমপি’র ট্রাফিক বিভাগ মহানগরীর ছয়টি প্রবেশ পথে তেমুখী, কোম্পানিগঞ্জ বাইপাস, বটেশ্বর, অতিরবাড়ি(ঢাকা-সিলেট) মহাসড়ক, শ্রীরামপুর, প্যারাইরচক পয়েন্টে চেকপোস্ট পরিচলনা করে। এসএমপির সকল থানায় এসময় সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউন কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য মহানগরীতে দিবা রাত্র মাইকিং করা চলমান রয়েছে এবং লকডাউনে সরকার ঘোষিত নির্দেশনা সমূহ সর্বাবস্থায় কার্যকরকরণে সার্বক্ষণিক পুলিশি ডিউটি অব্যাহত রয়েছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এসএমপির সহযোগিতায় নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে সাস্থবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় জরিমানা প্রদান করে। ০৮ টি মামলায় মোট ৬২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।খাওয়ার হোটেল পাপড়ী ২০০০ টাকা, হোটেল পায়রা ২০০০ টাকা, জুয়েলার্সের দোকানে ১০০০ টাকা ও অন্যান্য ব্যাক্তিদের ১২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *