Home » সরকারি নির্দেশনা অনুযায়ী মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ

সরকারি নির্দেশনা অনুযায়ী মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ

সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন লকডাউনের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। রোববার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

আদেশ বাস্তবায়নে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, আগামীকাল ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।

গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করার জন্য ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এরমধ্যে সরকারি কঠোর বিধি নিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়ে গেল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *