সিলেটে ইতি মধ্যে শেষ হয়েছে নীলিমা সেল্ফ ডিফেন্স ফর গার্লস ট্রেনিং এর কর্মসূচি।
গত ৫ ফেব্রুয়ারী থেকে সিলেটে শুরু হয়েছিল নীলিমা সেল্ফ ডিফেন্স ফর গার্লস ট্রেনিং। হঠাৎই বেড়ে যাওয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সিলেটের বিভিন্ন মহল যখন চিন্তিত ঠিক তখনই সম্পূর্ণ ফ্রী তে কোন কোর্স ফী ছাড়াই শুরু হলো এমন উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম।
প্রধান উদ্দোক্তা সুরাইয়া বকুল বুশরা জানান মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের সুরক্ষা অনেকাংশে নিজেরাই দিতে পারবে এবং কিংকর্তব্যবিমুঢ় না হয়ে প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে যে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হবে তাদের ।
এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের ধর্ষণ কিংবা ইভটিজিং থেকে নিজেদের রক্ষা করতে পারবে এবং মেয়েরা আত্নবিশ্বাসী হয়ে উঠবে, কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, নিজেদের পাশাপাশি আশেপাশের মানুষকেও মেয়েরা নিরাপত্তা দিতে পারবে।
তিনি আরো জানান, নীলিমা সেল্ফ ডিফেন্স ফর গার্লস এটির স্পন্সর করছিলেন ব্যারিস্টার জনাব ইসলাম খান এবং তত্বাবধানে ছিলেন সুরাইয়া বকুল বুশরা নিজেই ।
প্রশিক্ষণটি সম্পুর্ণ বিনামূল্যে মেয়েদের কে দেওয়া হয়েছে শুধুমাত্র তারা যেনো নিজেদের আত্নরক্ষা করতে পারে বিধায় যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন, তবে প্রথম পর্যায়ে আসন ৫০ টি এর মধ্যে সীমাবদ্ধ ছিল।
নির্বাহী সম্পাদক