বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল থেকে। ওই দিন সকাল ১০টা থেকে শুরু হবে অবেদন। শিক্ষার্থীরা আগামী ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ১০টি বিভাগে মোট ৬০০ জন শিক্ষার্থী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনকারীদের প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। পরে যোগ্য প্রার্থীরা ৮০০ টাকা ফি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
আগামী ২৪ মে থেকে জুন পর্যন্ত আবেদনকারী ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ তারিখ ৮ জুলাই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
*ভর্তি আবেদনের বিস্তারিত জানুুন এখানে
প্রতিনিধি