Home » করোনা সংক্রমণের রেকর্ডের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা

করোনা সংক্রমণের রেকর্ডের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা

আজ সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়। করোনা সংক্রমণের রেকর্ডের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সামনের স্থান পরিণত হয় জনসমুদ্রে, সেখানে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।

শুক্রবার সারাদেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় শুরু হয় এ পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র।

নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানিটাইজার দেওয়া হয়। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা ছিলেন গাদাগাদি করে দাঁড়িয়ে।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *