বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন “আরটিএম- আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি”তে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি প্রদান করেছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি স্পীং সেমিস্টার ২০২১ থেকে ছাত্র-ছাত্রী ভর্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্নাতক পর্যায়ে CSE, EEE, BBA, English ও স্নাতকোত্তর পর্যায়ে MBA,EMBA বিষয়ের সিলেবাস অনুমোদন করেছেন। MPH ও Fashion Design এর সিলেবাস অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি, ইতিমধ্যে ভিসি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান,অধ্যাপক ড. মো.নাজমুল হক -কে নিয়োগ প্রদান করেছেন। আগামীকাল থেকে আনুষ্ঠানিক ভাবে ভিসি মহোদয় তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড.আহমদ আল-কবির নতুন এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেছেন।