Home » সামাজিক বনায়ন থেকে অর্ধশতাধিক বসতবাড়ি উচ্ছেদ, ৫ একর জমি দখলমুক্ত

সামাজিক বনায়ন থেকে অর্ধশতাধিক বসতবাড়ি উচ্ছেদ, ৫ একর জমি দখলমুক্ত

চকরিয়া সংবাদদাতা:
কক্সবাজার উত্তর বনিভাগের আওতাধীন ফুলছড়ি বনবিটের জুমনগর এলাকায় সামাজিক বনায়ন দখল করে নির্মিত অর্ধশতাধিক বসতবাড়ি উচ্ছেদ এবং প্রায় ৫ একর জমি দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ সময় মধুশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন এবং উত্তর বনবিভাগের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) সোহেল রানার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, চকরিয়া থানার এসআই মাইনদ্দিনের নেতৃত্ব একদল পুলিশ এবং বন বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তবে, পালিয়ে যাওয়া কোন দখলদারকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) সোহেল রানা জানান, ২০১৭-১৮ সালে সৃজিত ২য় আবর্তের ১০ হেক্টর সামাজিক বনায়ন জবর দখল করে একটি চক্র। বিশ কিছু জমি প্লট আকারে বিক্রিও করেছে তারা। অভিযুক্ত দখলবাজদের মধ্যে রয়েছে- এহেছান, নুরুল আবছার, কামরুল হাসান পলাশ, আবছার কামাল শাহীন, দেলোয়ার হোসেন মনি, রেজাউল করিম। দখলবাজ সিন্ডিকেটে আরো বেশ কিছু রাজনৈতিক প্রভাবশালী লোক জড়িত। তারা পরস্পর মিলেমিশে সরকারি বনজ সম্পদ গিলে খাচ্ছে।

সরকারী জমি, বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয়দের।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *