জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন বরিশাল বিভাগীয় দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। শনিবার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার নমুনার ফল।
(রোববার) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেন মোহাম্মদ আশরাফুল নিজেই। তবে পরীক্ষার ফলাফল নিয়ে সংশয়-সন্দেহ থাকায় আজ আবার র্যাপিড করোনা টেস্ট করিয়েছেন তিনি। যার ফলাফল পাওয়া যাবে রাতে।
দ্বিতীয়বার করানো পরীক্ষায় নেগেটিভ এলেই সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে কোনো বাধা থাকবে না আশরাফুলের। ফলাফল আবারও পজিটিভ পাওয়া গেলে পুরোপুরি আইসোলেশনে চলে যেতে হবে তাকে।
আশরাফুল জানিয়েছেন, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। পুরোপুরি সুস্থ। এ কারণেই মূলত নিজের মনের সংশয় থেকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল (সোমবার) জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে আশরাফুলের দল বরিশাল। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলে ফর্মে থাকার আভাস দিয়েছিলেন আশরাফুল।
বার্তা বিভাগ প্রধান