করোনাভাইরাসের ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে সিলেট জেলা পুলিশ।
এ উপলক্ষে রোববার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেটের পুলিশ সুপার কার্যালয়ের সামনে সচেতনতা মূলক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহবুবুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ সকল থানার অফিসার ইনচার্জ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম বলেন, করোনারভাইরাসের দ্বিতীয় মোকাবিলায় সাধারণ জনগণ কে সচেতন করতে আজ থেকে আবারও বিশেষ কর্মসূচী নিয়ে মাঠে কাজ করতে যাচ্ছে পুলিশ। করোনার ভয়বহাতায় সিলেটবাসী অনেক গুণীজন কে হারিয়েছে উল্লেখ করে করোনা থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে আহ্বান জানান তিনি। পরে জেলা পুলিশের পক্ষ থেকে কোর্ট পয়েন্ট এলাকায় পথচারীদের মাঝে মাস্ক সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।