সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৭জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯২জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১২জন। শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান। সিলেটে করোনায় আরও ১জনের মৃত্যু হয়েছে। সেই সাথে সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সিলেট বিভাগে ২৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৬জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৭৭জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬৯জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।