Home » চট্টগ্রামে একদিনে ২১২ করোনা রোগী শনাক্ত, ৮১ দিনে সর্বোচ্চ

চট্টগ্রামে একদিনে ২১২ করোনা রোগী শনাক্ত, ৮১ দিনে সর্বোচ্চ

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৭ হাজার ২৪০ জনের মধ্যে ২৯ হাজার ২৫৮ জন নগরের ও ৭ হাজার ৭৯৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১২ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৮৩ জন নগরের ও ২৯ জন উপজেলার বাসিন্দা।

এর আগে গত ২৮ ডিসেম্বর ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর ৮১ দিনে সর্বোচ্চ ২১২ জন শনাক্ত হল।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন; এর মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি। শেভরণে ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা ধরা পড়েছে। জেনারেল হাসপাতালের আরটিআরএলে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা মিলেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *