Home » সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদের আসন শূন্য ঘোষণা

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদের আসন শূন্য ঘোষণা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় তার সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের ১৫ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ‘‌বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গুন ১৪২৭/১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ওই দিনে শূন্য হয়েছে। ’

উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত। সংবিধান অনুযায়ী, শূন্য আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে।

নির্বাচন কমিশনে (ইসি) আসন শূন্য হওয়ার আসলে ভোটের প্রস্তুতি নেয় সংস্থাটি। ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের কাছে গেজেট আসেনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *