Home » সিলেটে বিভাগে করোনায় নতুন শনাক্ত ২৮ জন

সিলেটে বিভাগে করোনায় নতুন শনাক্ত ২৮ জন

সিলেট বিভাগে করোনায় ২৮জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৩জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫জন চিকিৎসাধীন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৭৪জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৫১জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৫জন। বুধবার (১৭ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৮জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৭৫জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬২জন, হবিগঞ্জে ২ হাজার ১৫জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *