১২/০৩/২০২১খ্রি: অনুমান ১৫:৫৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানা পুলিশের টহলরত টিম অত্র থানাধীন সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কের গোয়ালগাঁও প্রবেশের রাস্তার ডান পাশে ফাঁকা জমির উপর হইতে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি পুরুষ(৭০) কে’ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে উক্ত হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডের এক্সট্রা-৪০ নং বেডে চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত তাহার পরিচয় জানা যায় নি । যদি কেউ ভিকটিমকে চিনেন বা তার পরিচয় জেনে থাকেন তাহলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বা দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৬৯৩) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
ওসমানী মেডিকেল অজ্ঞাতনামা ব্যক্তির অভিভাবকের সন্ধান
