আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেমেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, এ রাতে হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সঙ্গে কথা বলে পৃথিবীতে ফিরে আসেন। জিকির-আজকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবেমেরাজের রাত অতিবাহিত করেন মুসলমানরা।
হাদিস ও সাহাবিদের বর্ণনানুযায়ী, মেরাজের রাতে ফেরশতা জিব্রাইল (আ.) রাসুলকে (সা.) নিয়ে কাবা শরিফের হাতিমে যান। জমজমের পানিতে অজুর পর বোরাক নামক বাহনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন। এরপর প্রথম আকাশে পৌঁছে হজরত আদম (আ.) এর সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে সাত আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে সাক্ষাৎ করেন হজরত ইসা (আ.), হজরত ইয়াহইয়া (আ.), হজরত ইদ্রিস (আ.) হজরত হারুন (আ.) হজরত মুসা (আ.) ও হজরত ইব্রাহিম (আ.) এর সঙ্গে।
শবেমেরাজ উপলক্ষে আজ জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রতিনিধি