Home » খাদ্যপণ্যে আবারও ভেজাল, সিলেটে ৯ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

খাদ্যপণ্যে আবারও ভেজাল, সিলেটে ৯ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

গতকাল মঙ্গলবার (২ মার্চ) নগরীসহ সিলেট নগরী ও জৈন্তাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সিলেটের আবারও ফিজা ও স্বাদকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ৭টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, শ্যামল পুরকায়স্থ এবং র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলম।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরী ও জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিজা এন্ড কোং-কে ১০ হাজার টাকা, স্বাদ-কে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসিকে ৫ হাজার টাকা, আজমির রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকা ও মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকা- এই মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *