Home » কোভিড-১৯: এক দিনে ব্রাজিলে করোনায় ১৬৪১ জনের মৃত্যু

কোভিড-১৯: এক দিনে ব্রাজিলে করোনায় ১৬৪১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ব্রাজিলে গতকাল মঙ্গলবার এক দিনে করোনাভাইরাসের সংক্রমণে ১ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৯২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়।

এর আগে এক দিনে ১ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছিল। সেই দিনটি ছিল জুলাই মাসে।

দেশটিতে করোনার সংক্রমণের সংখ্যা নতুন করে ব্যাপক আকারে বাড়ছে। আর বিশালসংখ্যক রোগী সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশা।

এখন পর্যন্ত ব্রাজিলে ২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ মানুষ শনাক্ত হয়েছেন।

ব্রাজিলের রাজ্য গভর্নররা বলেছেন, কেন্দ্রীয় সরকারকে পাস কাটিয়ে তাঁরা যৌথভাবে কোভিড-১৯ টিকা কিনবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *