Home » নগরীর জিন্দাবাজার কাকলী শপিং সেন্টারে সিসিকের অভিযান

নগরীর জিন্দাবাজার কাকলী শপিং সেন্টারে সিসিকের অভিযান

নগরীর জিন্দাবাজাররস্থ কাকলী শপিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ ৯১ হাজার ৪ শ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করেছে সিলেট সিটি করপোরেশন। এছাড়াও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সিসিকের পাবলিক রিলেশন অফিসার জানান, বুধবার (৩ মার্চ) নগরীর কাকলী শপিং সেন্টারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৪ লাখ ৯১ হাজার ৪ শ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।

এছাড়াও এ শপিং সেন্টারে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও তাদের কাছ থেকে জরিমানার ৭ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিলেট সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা, ট্রেড লাইসেন্স পরিদর্শক ও সিলেট মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *