Home » আফগানিস্তানে তিনটি বিস্ফোরণে ৪ পুলিশ নিহত

আফগানিস্তানে তিনটি বিস্ফোরণে ৪ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানে পৃথক তিনটি বিস্ফোরণে এক কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। এসব হামলায় বেসামরিক নাগরিকসহ আরো ১০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, কুনার প্রদেশের চাপা ধারা জেলায় বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হন।

একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছেন তিন পথচারী।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশে একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যে ঘটনায় সাত পুলিশ গুরুতর আহত হয়েছেন।

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিস্ফোরণ ঘটছে। যাতে সরকারি কর্মকর্তা, বিচারপতি, সাংবাদিক এবং সমাজকর্মীরা নিহত হয়েছেন।

এখনো এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

দু’দশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।

কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *