অনলাইন ডেস্ক: হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার দ্বিতীয় দিনের শেষ বিকালে ৭১ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।
শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া বাংলাদেশ ইনিংসের শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ৬ উইকেটে ২৮১ রান করা বাংলাদেশ এরপর ৫ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। লিটন দাস, নাইম হাসান, মেহেদী হাসান মিরাজ ও আবু জায়েদ রাহীরা একের পর এক আউট হলে ২৯৬ রানে অলআউট বাংলাদেশ।
১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে মাত্র ৫৪ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় দুই দল। ১৫ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৪ উইকেট। আর ৩৯ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় উইন্ডজ।
তৃতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। স্বাগতিক বাংলাদেশের চেয়ে ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ। ব্যাট হাতে ৫৭ রান করার পর বল হাতে নিয়েই প্রথম ওভারে সাফল্য পান মিরাজ।
প্রতিনিধি