Home » শিয়াদের গুরুত্বপূর্ণ শহর নাজাফে প্রথমবার নির্বাচিত হলেন কমিউনিস্ট নারী

শিয়াদের গুরুত্বপূর্ণ শহর নাজাফে প্রথমবার নির্বাচিত হলেন কমিউনিস্ট নারী

ডেস্কনিউজ: ইসলামিকস্টেট

(আইএস) জিহাদিদের সঙ্গে লড়াইয়ে বিজয়ের পর ইরাকের দেশব্যাপী সাধারণ নির্বাচনে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোট দেয় ৪৪. শতাংশ ভোটার। তবে ভোট দেওয়া বেশিরভাগ ভোটার বেছে নিয়েছে শিয়া নেতা মুক্তাদা আল সদরের সাইরুন জোটকে। এই জোটে রয়েছে ইরাকি কমিউনিস্ট পার্টি (আইসিপি) অপেক্ষাকৃত ছোট দল ইরাকি রিপাবলিকান পার্টি। সাইরুন জোটের হয়ে নাজাফ থেকে ৯২ হাজার ২৬ ভোট পেয়েছেন খাতিব। আর তেহরান সমর্থিত মিলিশিয়া সদস্যের নিয়ে গঠিত দল ফাতাহ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেএই জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়ে আইসিপি নেতা সুহাদ আল খাতিব। নারী অধিকার দারিদ্র বিরোধী কর্মী খাতিব একজন শিক্ষক। আগের কোনও সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই তারমিডলইস্ট আইকে খাতিব বলেছেন, আমি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিলেও নাজাফে মানুষের কাছে ভোট চাইতে যাওয়া দলের অংশ ছিলাম। আমরা নাজাফের ঘিঞ্চি বস্তিতে তাদের কাছে গিয়ে সমস্যার কথা শুনে তাদের সাহায্য করেছি। নির্বাচনে অংশ নেওয়ার কথা আমি ভাবিনিতবে নিজের ছাত্র আর সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেয়ে তিনি এবার সাইরুন জোটের টিকেটে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *