Home » হকারদের কে মেয়রের হুশিয়ারি

হকারদের কে মেয়রের হুশিয়ারি

ডেস্ক নিউজ:

 আবারো নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকার উচ্ছেদে মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পবিত্র রমজান মাসে নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে বুধবার বিকালে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিজেই অভিযান চালান।বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়। অভিযান টের পেয়ে অল্প সময়ের মধ্যেই ফুটপাতের বিভিন্ন দোকান ও অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো সরে যায়। তবে, আজকের অভিযানে কাউকে জরিমানা কিংবা মালামাল জব্দ না করলেও রমজান মাসে নগরবাসীর চলাচলে বেঘাত ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়ে অভিযান সমাপ্ত করেন মেয়র আরিফ। অভিযান পরিচালনাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর প্রধান সমস্যার মধ্যে একটি হচ্ছে ফুটপাত দখল। এই সমস্যা সমাধানের লক্ষ্যে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। রমজান মাসে যাতে নগরবাসী কিছুটা স্বস্তি পেতে পারেন এজন্য এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *