Home » রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেটে নিয়োজিত পুলিশ ও দাপ্তরিক কর্মকর্তা/কর্মচারীদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের জন্য অদ্য ০৪/০২/২০২১ খ্রি. তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এর তত্ত¡াবধানে একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। নিকটস্থ আলমপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালকের এর নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল, মহড়ায় অংশ নেন। অগ্নিনির্বাপনী মহড়ায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব শাহিনুর আলম খান, পুলিশ সুপার(অপস এন্ড ট্রাফিক), জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট। মহড়া শেষে জনাব নুরুল ইসলাম, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) উপস্থিত সকলের উদ্দেশ্যে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক, সকল অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *