নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): বিস্তীর্ণ মাঠ জুড়ে চলতি মৌসুমে নওগাঁর সাপাহার উপজেলায় ৩ হাজার ২ শত হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই মনে অকৃত্রিম আনন্দ জাগে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরে সাপাহার উপজেলায় ৩ হাজার ২ শত হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। গত বছর এ উপজেলাতে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছিল আবহাওয়া অনুকূলে থাকার ফলে ফলন ভালো ও কৃষকরা অধিক লাভবান হওয়ায় এ বছরে গত বছরের তুলনায় ২ শত হেক্টর জমিতে বেশি সরিষা চাষ করছেন কৃষকরা।
অনুকূল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে বলে দাবী করছেন সাপাহার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম।
কৃষকগণ জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকে পড়েছেন তারা। গত বছরের তুলনায় এ বছরেও ভালো দাম পাওয়া যেতে পারে বলে কৃষকগণ ধারণা করছেন। চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে।
সাপাহার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান জানান, এ উপজেলায় এবারে সরিষায় কোন রোগ বালাই নেই। শীতকালীন ফসল হবার ফলে এবং বর্তমান সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষা ক্ষেতে তেমন কোন রোগ বালাই নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন উপজেলার চাষীরা বলেও জানান কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান।